তরুনী লেখিকা ফাতেমা তুজ জান্নাত অতন্ত ভালো লেখা দিয়ে মানুষ কে অনুপ্রানিত করেন।তার লেখার শুরুটাই হয়েছিলো প্রয়াত কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদের বই পড়তে গিয়ে।মনে প্রানে তিনি বলতে গেলে হুমায়ুন আহমেদের চরম একজন ভক্ত।বিভিন্ন পত্র পত্রিকায় এক সময় লেখতেন জান্নাত। অনেক টা সোজা সাপ্টা জীবন কাটান আর অবসর সময়ে এমন কিছু বিষয় নিয়ে লেখেন যা মানুষের জীবন চলার পথে বাস্তবিক কিছু অভিজ্ঞতা যোগায়।কিন্তু পত্র পত্রিকায় লেখা ছাড়া এবার সরাসরি বই নিয়ে পাঠকদের মাঝে হাজির হলেন তিনি।
” হাতে কলমে অনলাইন ব্যাবসা “বেশ কিছু অভিনব উপায় নিয়ে লেখা এই বইতে আছে নিত্য নতুন ব্যাবসা পদ্ধতির কিছু চমকপ্রদ ধারনা।
এই ব্যাপারে লেখিকা জান্নাত বলেন–
জীবনের সাফল্যের জন্য বহু ধরনের অভিজ্ঞতা প্রয়োজন। আপনার অভিজ্ঞতার ভাণ্ডার যত বড় হবে সাফল্যের সম্ভাবনাও তত ভালো হবে।
গতানুগতিক ব্যবসায় মার্কেট বা বাজার হলো একটি নির্দিষ্ট জায়গা যেখানে পন্য কেনা–বেচা করা হয়। কিন্তু ই–কমার্সে বা অনলাইনে ব্যবসায় নির্দিষ্ট কোন জায়গার প্রয়োজন নেই, এটি হলো সর্বব্যাপী। অর্থাৎ এটি সব সময় সব জায়গায় সহজলভ্য।
আজকাল ঘরে বসেই মানুষ ব্যবসা করতে পারছে। ব্যবসা করার এত সহজ মাধ্যম এর আগে কখনো আবিষ্কৃত হয় নি। এখন মানুষ বিনা পুঁজিতে ও অনলাইনে ব্যবসা পরিচালনা করতে পারে। তবে তার জন্য জেনে নিতে হবে কিছু কার্যকরী টেকনিক।
বই প্রাপ্তির স্থান
বইমেলা ২০২১
নালন্দা পাবলিকেশন
প্যাভিলিয়ন নং ১৯।