গোল পাহাড়, জিসি,হালিশহর,জামাল খান, চেরাগী পাহাড়, চকবাজার, বহদ্দারহাট থেকে নিয়ে ছেয়ে গেছে নতুন নতুন পদ্ধতিতে ইয়াবা পাচার ও ডেলিভারী।
প্রসাশনের কড়া নিরাপত্তা ও প্রতিদিনি বিপুল পরিমান মাদক জব্দ, অভিযান, মাসে কোটি কোটি টাকার মাদক উদ্ধারের ধারা অব্যাহত থাকলেও
ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে নিত্য নতুন কৌশলে কিছু খুচরা ও পাইকারী ব্যাবসায়ী।
খোঁজ নিয়ে জানা যায় এদের মধ্যে অনেকের নাম তবে নামের মধ্যেও থাকে পরিবর্তন আবার অনেক সম্ভ্রান্ত ঘরের ছেলেরাও এই ব্যাবসায় নিজেদের নেশা ও দ্রুত ইনকামের জন্য জড়িয়ে গেছে অনেকে এরেস্ট ও সাজাও কাটছে, কেও বা রয়েছে মাদক নিরাময় কেন্দ্রে।
সম্প্রতি চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন মাধ্যম বি এন টিভিতে আসা এক প্রতিবেদনেও এর স্পস্টতা পরিলক্ষিত হয়।
নাম উঠে আসে ভিকি নামের একি কায়াদায় আরেক ব্যাবসায়ীর নাম।
তথ্যমতে
দিনে উবার অথবা পাঠাও চালক,রাতে মাদকসেবিদের ইয়াবা ডেলিভারী ম্যান হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই ভিকি ।চট্টগ্রাম নগরীর গোল পাহাড় মোড়ের অপর পাশে পশুসালা সংলগ্ন তার বাসস্থান রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,এই ভিকির নিজস্ব একটি মোটরসাইকেল রয়েছে,যার মাদ্ধ্যমে খুব সহজেই আইনের চোখ কে ফাকি দিয়ে চলছে তার রমরমা ইয়াবা ব্যাবসা।নাম না বলা শর্তে এক ব্যাক্তি বলেন,ভিকি এই মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশের ভেতর ইয়াবা কোশলে লুকিয়ে রেখে চট্টগ্রামের আনাচে কানাচে ইয়াবা সেবিদের ইয়াবা পৌছে দিচ্ছে খুব দ্রুত।
এই বিষয়ে পশ্চিমের উপ কমিশনার উক্ত গনমাধ্যম কে বলেন,এই মোটর সাইকেল ব্যাবসায়ীর কোন তথ্য জানা ছিলনা,তবে যদি সুনির্দিষ্ট তথ্য আমরা পায় অবশ্যই এই ধরনের মাদক ব্যাবসায়ীদের আমরা আইনের আওতায় এনে তাদের আদালতে সোপর্দ করব।আপনাদের প্রতি অনুরোধ থাকবে যদি এমন যে কোন মাদক ব্যাবসায়ীদের তথ্য আপনারা জেনে থাকেন তাহলে আমাদের জানান নিশ্চিন্তে।আমরা শীঘ্রই আইনানুগ ব্যবস্থা নেব।
চলবে……………..