অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজের সব আসনে যাত্রী বসার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকছে না। পাশাপাশি আসনে যাত্রীরা বসতে পারবেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক সিভিল এভিয়েশনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি উড়োজাহাজে শেষ দুটি সারির আসনগুলো খালি রাখতে হবে।
করোনার প্রাদুর্ভাবের কারণে গত ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রায় সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক। ১৬ জুন প্রথমবারের মতো ঢাকা থেকে লন্ডন এবং কাতার রুটে ফ্লাইট চলাচল করার অনুমতি দেয়া হয়। এরই ধারাবাহিকতায় অন্যান্য দেশের ফ্লাইটগুলো চালু করা হচ্ছে।