লিওনেল মেসির ম্যানচেস্টার সিটিতে যোগ দেবার প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে ইংল্যান্ডে গেছেন তার বাবা জর্জ মেসি। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিস’র প্রতিবেদনের জানানো হয়, সিটির সাথে দুই বছরের মেয়াদের চুক্তি করতে যাচ্ছেন মেসি।
নতুন ক্লাবে মেসির বেতন, ট্রান্সফার ইস্যু সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে ম্যানচেস্টারে যান বাবা জর্জ মেসি। বার্সেলোনাতে সবকিছু মিলে বছরে মোট ৯০ মিলিয়ন পাউন্ড পারিশ্রমিক পেতেন মেসি।
ধারণা করা হচ্ছে মেসির সার্ভিস পেতে এরচেয়ে বেশি পারিশ্রমিক দিতে হবে গার্দিওলার দলকে। তবে মেসির সিটিতে যোগ দেবার পথে বড় বাঁধা হতে পারে বার্সার সাথে তার চুক্তি। এই ইস্যুতে সিটি আইনি সহায়তাও দিতে পারে মেসিকে।
স্প্যানিশ গণমাধ্যমে গুঞ্জন, বার্সেলোনার ছাড়ার আগে আইনি জটিলতা এড়াতে সোমবার থেকে অনুশীলনে যোগ দেবেন মেসি। এদিকে, ইউরোপের কোনো বড় ক্লাবের হয়ে প্রথমবারের মতো খেলবেন পর্তুগালের ফ্রান্সিস্কো ত্রিনকাও। তাকে ৩১ মিলিয়ন ইউরোতে, দলে ভিড়িয়েছে বার্সেলোনা।
ত্রিনকাওকে ক্লাবে ভেড়াতে গত জানুয়ারিতে তার সেই সময়ের ক্লাব ব্রাগার সঙ্গে সমঝোতায় পৌঁছায় বার্সেলোনা। চুক্তি অনুযায়ী, আগামী মাস থেকে নতুন ঠিকানায় যোগ দেবেন তিনি।