বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি মনে করা হয়, বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিট্যান্সকে। প্রবাসীরা তাদের উপার্জিত টাকা পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বড় ভূমিকা পালন করছেন। বর্তমান সরকারের ঐকান্তিক ও সফল শ্রম কূটনৈতিক প্রচেষ্টায় বিগত ১০ বছরে বাংলাদেশ থেকে ৬৬ লাখ ৩৩ হাজার ২৫৪ জন কর্মী প্রশিক্ষণ নিয়ে বিদেশে কাজ করছেন।
গেলো বছর থেকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। আর সেটি, রেমিটেন্স প্রবাহ বাড়াতে সহায়ক হচ্ছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
অজস্র ত্যাগ-সংগ্রামে স্বাধীনতা অর্জনের পর, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতায় জোর দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার ফলশ্রুতিতে, বৈদেশিক রাষ্ট্রে কর্মসংস্থান এবং কর্মী পাঠানোর বিষয়ে মধ্যপ্রাচ্যের দেশসমূহের সাথে সমঝোতা সৃষ্টি হয়। তারই ধারাবাহিকতায়, এসব দেশসমূহে বাংলাদেশি কর্মী নেয়া শুরু হয়।