আমিরাতে করোনার ভ্যাকসিন ট্রায়ালে অংশ নিলেন আরো এক বাংলাদেশি
আমিরাতে আরো এক বাংলাদেশি তার শরীরে করোনার পরীক্ষামূলক প্রতিষেধক পরীক্ষার অনুমতি দিয়েছেন।
জানা যায়, গত শুক্রবার আবুধাবীতে প্রথম বাংলাদেশশি হিসেবে চীনের সিনোফার্মার তৈরী এ ভ্যাকসিন নিজের শরীরে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিয়েছিলো রাহাত আহমেদ নামে এক বাংলাদেশি। এরপর গত সোমবার দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ভ্যাকসিনটি গ্রহণ করলেন আনিসুর রহমান।
তারা দুজনই আবুধাবীতে স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্টের সদস্য। তাদেরকে আগামী ১ বছর পর্যবেক্ষণে রাখবে আবুধাবীর স্বাস্থ্য বিভাগ।
রাহাত এবং আনিসুর জানান, এ ভ্যাকসিন শরীরে নেওয়ার পর থেকে সামান্য মাথা ধরা ছাড়া আর তেমন কোনো উপসর্গ দেখা যায়নি। তারা এখন আগের চেয়ে ভালো বোধ করছেন, এবং তারা অন্যান্য বাংলাদেশীদেরকে এ ভ্যাকসিন পরীক্ষায় অংশ নিতে অনুরোধ করেছেন।