রাজধানীর মিরপুরে পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনায় ৪পুলিশসহ ৫জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার ভোরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
রাজধানীর মিরপুরের পল্লবী থানায় ভোর ৬টার দিকে আকস্মিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুলিশসহ আহত হয় ৫জন। তাদের মধ্যে দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে জাতীয় চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, রাতে অস্ত্রসহ তিনজনকে আটক করে থানায় আনা হয়। তাদের কাছে থাকা ওজন মাপার মতো মেশিন থেকে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করে, বিস্ফোরণের ঘটনায় কোনো জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়।
তিনি জানান, আটক হওয়া সন্ত্রাসীরা ভাড়াটে খুনি। পল্লবীর স্থানীয় একজন রাজনৈতিক নেতাকে হত্যার উদেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছিলো কিনা তদন্তের পর তা পরিষ্কার হওয়া যাবে বলেও জানান পুলিশের এই উর্ধ্বতন কর্মকর্তা।