ভিসা জটিলতায় দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন লাখো রেমিটেন্স যোদ্ধা। করোনা পরিস্থিতি তাদের ফেলেছে চরম অনিশ্চয়তায়। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে প্রবাসী কর্মহীন শ্রমিকদের বাধ্য হয়ে দেশে ফিরতে হবে এবং যারা বিদেশে যাওয়ার প্রক্রিয়ায় ছিলেন তারাও আর যেতে পারবেন না। ফলে চরম বিপাকে পড়তে যাচ্ছে দেশের শ্রমবাজার। তবে, এ সমস্যা অচিরেই কেটে যাবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
মহামারী করোনা সংকটের কারণে বিভিন্ন দেশে কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক। অনেক শ্রমিকের ভিসার মেয়াদ শেষ হয়েছে, এমনকি মেয়াদ শেষ হবার ঝুঁকিতে রয়েছেন প্রায় ১ লাখ শ্রমিক।
বায়রার তথ্য অনুযায়ী, এরই মধ্যে ২ হাজার ১৮৬টি ভিসার মেয়াদ শেষ হয়েছে। ভিসা স্ট্যাম্পের জন্য অপেক্ষমাণ ছিলেন ৩০ হাজার ৫১২ জন। এছাড়া, ভিসা স্ট্যাম্পিং সম্পন্ন হয়েছে ১৯ হাজার ৩৫৩ জনের, জনশক্তি ছাড়পত্র পেয়েছে ২৩ হাজার ৩৭টি। ফ্লাইট বাতিল হয়েছে ৩ হাজার ৯৮ ও অন্যান্য প্রক্রিয়ায় আরো বাতিল হয়েছে ৬ হাজার ৯০৪টি ভিসা।
তবে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এ সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাতে নেয়াসহ কুটনৈতিক ভাবে তৎপরতা চালাচ্ছে, এমনটাই জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাসরিন জাহান।
বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক শ্রম-বাজারে টিকে থাকতে স্বাস্থ্য ও কৃষি খাতকে গুরুত্ব দিয়ে দক্ষ শ্রমিক রফতানিতে জোর দেবার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।