২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপ বাছাইয়ের অমিমাংসিত ম্যাচগুলো শুরু হবে অক্টোবর মাস থেকে। এশিয়ান ফুটবল কনফেডারেশন তারিখ চূড়ান্ত করলেও, এখনো ঠিক হয়নি ম্যাচের সময় ও ভেন্যু। ই’গ্রুপে বাকি থাকা বাংলাদেশের চার ম্যাচের তিনটি হবে ঘরের মাঠে।
জাতীয় দলের খেলোয়াড়রা জানান, ঘরের মাঠের সবগুলো ম্যাচ জয়ে আশাবাদী তারা। আগস্টের মাঝামাঝি সময়ে ঢাকায় পা রাখছেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী, বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগের ম্যাচগুলো শুরু হবে আগামী অক্টোবর এবং নভেম্বরে। এবার এশিয়ান ফুটবল কনফেডারেশন-এএফসিও চূড়ান্ত অনুমোদন দিলো ম্যাচ আয়োজনের।
৮ অক্টোবর সিলেট স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। এবার অপেক্ষা প্রস্তুতি শুরুর। আগামী মাসের শুরুতেই গাজীপুরের সারাহ রিসোর্টে ক্যাম্প করবেন জামাল ভূঁইয়ারা।
করোনার কারণে মাঠে খেলা নেই দীর্ঘ চার মাস। আর আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতি সেরে নিতে হাতে সময় আছে মাত্র দু’মাস। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা প্রতিপক্ষ আফগানিস্তানের বিপক্ষে এই সময় কতোটা যথেষ্ট, এমন প্রশ্নে জাতীয় দলের দুই খেলোয়াড়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া।
লাল-সবুজদের আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে প্রস্তুত সিলেট জেলা স্টেডিয়ামও। প্রথম দিকে স্টেডিয়ামের ব্যবস্থাপনায় কিছুটা সমস্যা থাকলেও তা কাটিয়ে উঠেছে আয়োজকরা।
৮ অক্টোবরের পাঁচদিন পর ১৩ অক্টোবর কাতারের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ। এরপর ১২ ও ১৭ নভেম্বর যথাক্রমে ভারত ও ওমানের সঙ্গে ঘরের মাঠে খেলবে জেমি ডে’র শিষ্যরা। এ দুটো ম্যাচও সিলেটে আয়োজনের চিন্তা করছে বাফুফে।