মহামারী করোনা ভাইরাস হানা দিয়েছে এবার সাকিব আল হাসানের পরিবারে। আক্রান্ত হয়েছেন সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা। রোববার তার পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।
জানা যায়, শনিবার জ্বর অনুভূত হলে সতর্কতা হিসেবে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন মাসরুর রেজা। করোনা পজিটিভ জানতে পেরেই তিনি হোম কোয়ারেন্টাইনে চলে যান, শক্তিশালী কোনো উপসর্গ না থাকায় আপাতত বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেন সাকিবের মামাতো ভাই সোহান। তার মতে যেহেতু সাকিবের বাবা ব্যাংকে কর্মরত এবং উনার আগেই ব্যাংকের ৬-৭ জন কর্মকর্তা আক্রান্ত হয়েছিলেন কাজেই সম্ভবত চাকুরীস্থলেই উনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এতদিন তিনি আক্রান্ত হননি। এখন উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষা করে ফলাফলে জানা যায় সাকিবের বাবারও করোনা হয়েছে। সাকিবের মারও নমুনা টেস্ট করা হয়েছে, দু একদিনের মধ্যে ফলাফল জানা যাবে।’
করোনা সংক্রমণের মাঝেও নিয়মিত পেশাগত দায়িত্ব পালন করছিলেন কৃষি ব্যাংকের মাগুড়ার সংশ্লিষ্ট শাখাটিতে সাকিবের বাবা। তার আশু সুস্থতা কামনা করছি।