আগামী ৯ই আগস্ট থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম শুরু হবে। আর ১৫ই সেপ্টেম্বর শেষ হবে ভর্তি আবেদন করার সময়।এবার ৫ কলেজের পরিবর্তে শিক্ষার্থীরা ১০টি কলেজ নির্ধারণ করতে পারবেন।
রোববার বিকেলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত হয়। এসময় শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, ভর্তির যাবতীয় তথ্য বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
৩১শে মে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশিত হলেও করোনা মহামারির কারণে ভর্তি কার্যক্রম শুরু হয়নি। অবশেষে এক মাস উনিশ দিন পর কলেজে ভর্তির খবর পেলো ২০১৯-২০ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। ৯ আগস্ট অনলাইনে ভর্তির মাধ্যমে শুরু হবে কার্যক্রম, চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
একজন সর্বোচ্চ ১০টি পছন্দের কলেজে আবেদন করতে পারবেন। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
এদিকে, পহেলা এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও, করোনার কারণে তা স্থগিত করা হয়।