বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন। এর আগে তার মরদেহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানানো হয়। দল ও দেশের প্রতি সাহার খাতুনের আত্মত্যাগ জাতি আজীবন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে বলে জানান নেতা-কর্মীরা।
শনিবার সকাল ১০ টা ৪৫ মিনিটে বনানী কবরস্থানে নিয়ে আশা হয় বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনের মরদেহ। সেখানেই সাড়ে ১১টায় শুরু হয় তার নামাজে জানাজা। এতে অংশ নেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জানাজা শেষে সাহারা খাতুনের কফিনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানানো হয়। পরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নেতারা। এরপর পর্যায়ক্রমে দুই সিটি মেয়র ও স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি শেষ বিদায় জানান বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
এসময় অকুতভয় এই নেতার চলে যাওয়া দেশের রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি বলে জানান নেতা-কর্মীরা। শ্রদ্ধা জানানো শেষে, বনানী কবরস্থানে চির নিদ্রায় শায়িত হন এই কিংবদন্তি এই রাজনীতিবিদ।