করোনাকালীন স্কুল বন্ধের সময়ে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর টিউশন ফি ৫০ শতাংশ কমানো ও অন্যান্য ফি না নেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় তারা।
এসময় তারা দাবি জানায়, করোনা সংকটের কারণে যেসব অভিভাবক স্কুলের রি-এডমিশন ফি, বকেয়া টিউশন ফিসহ অন্যান্য ফি জমা দিতে পারেনি তাদের শিশুদের স্কুল থেকে বহিষ্কার করা যাবে না এবং স্কুলের অনলাইন শিক্ষা কার্যক্রমে তাদের সুযোগ দিতে হবে।
তারা আরও বলেন, ইংলিশ মিডিয়াম স্কুল মনিটরিংয়ের জন্য সরকারের আলাদা কোনো নিয়ন্ত্রক সংস্থা না থাকায় এই শিক্ষা ক্ষেত্রে অনেক বৈষম্য ও বিশৃঙ্খলা রয়েছে। তাই ইংলিশ মিডিয়ামের স্কুল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে একটি স্বায়ত্বশাসিত নিয়ন্ত্রক সংস্থা গঠন করতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে সংগঠনটি।